hugRES67Monday , 4 March 2024
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আলোচিত খবর
  5. ইসলাম ও জীবন
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. নির্বাচন
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. লাইফ স্টাইল
  15. শিক্ষাঙ্গন

সড়ক দুর্ঘটনায় আহত ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

Link Copied!

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ সার্জন অধ্যাপক ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীন আর নেই।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন  'দস্যুরা এখনো কোনো মু‌ক্তিপন চায়‌নি, সব মি‌ডিয়ার সৃ‌ষ্টি'

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুকেন্দ্র বসু জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি প্রাইভেটকার মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে গার্মেন্টস যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটেকারের সামনের অংশ ভেঙে যায়। প্রাইভেটকারে থাকা চিকিৎসক গুরুতর আহত হন।

আরো পড়ুন  আন্তর্জাতিক অভিযানের প্রস্তুতির খবরে নাবিকদের ওপর চাপ দিচ্ছে জলদস্যুরা

স্থানীয়রা তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. এজেডএম শাখাওয়াত হোসেন শাহীনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ওসি।