hugRES67Thursday , 2 May 2024
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আলোচিত খবর
  5. ইসলাম ও জীবন
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. নির্বাচন
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. লাইফ স্টাইল
  15. শিক্ষাঙ্গন

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা দেশের বিভিন্ন জেলায় রেড এলার্ট জারি

Link Copied!

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব এলাকায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বুধবার সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আকস্মিক বন্যার হুমকি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন  শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় রেমাল, আঘাত হানতে পারে যখন

বাসিন্দাদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিতে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারসহ ঝুঁকিপূর্ণ জেলার নদীগুলো দ্রুত প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক-বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে।

আরো পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’