33 C
Dhaka
Thursday, September 19, 2024

রেললাইনে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু রেললাইন থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুলাই) রশিদ নগর খাদেম পাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

তিনি বলেন, সকালে এলাকার লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি থানায় এনে সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঝিলংজা ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বলেন, নিহত যুবকের নাম মোহাম্মদ মামুন। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া ঘাটপাড়ার মৃত মোহাম্মদ নবীর বড় ছেলে।

আরও পড়ুনঃ  একজনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল, আরেকজন দৌড়াচ্ছেন পিস্তল হাতে

মামুনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম বলেন, শহরের ঝাউতলা এলাকায় ভিশন শোরুমে মামুন কর্মরত ছিলেন। শনিবার রাত ৮টায় শোরুম বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু রাত ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মুঠোফোনে কল দিয়ে সংযোগ বন্ধ পান। পরে রাতভর বিভিন্ন জায়গায় তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি।

রোববার সকালে তার নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করেন পরিবার। জিডির পর খবর আসে রামু রশিদ নগর এলাকার রেললাইনের পাশ থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা মামুন হত্যার বিচার চাই।

আরও পড়ুনঃ  ‘আমার পোস্টমর্টেম করিয়ে সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও’

এ দিকে মামুনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় মাতম চলছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ