hugRES67Sunday , 10 March 2024
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আলোচিত খবর
  5. ইসলাম ও জীবন
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. নির্বাচন
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. রাজনীতি
  14. লাইফ স্টাইল
  15. শিক্ষাঙ্গন

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ইমরান খান, বিক্ষোভের ডাক

Link Copied!

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইমরান খান। একে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

কারাবন্দি ইমরান খান বলেন, জাতি কখনই প্রমাণিত ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না।

আরো পড়ুন  হঠাৎ সৌদি আরবে বিরল তুষারপাত, ঢেকে গেছে মরুভূমি

শনিবার (৯ মার্চ) পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে লড়েছিলেন পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ।

পিটিআই নেতা ইমরান খান অবশ্য শুরু থেকেই ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি ও ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনকেও অসাংবিধানিক বললেন তিনি।

আরো পড়ুন  ৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

বিক্ষোভে অংশ নিতে এরই মধ্যে লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে জড়ো হতে শুরু করেছেন পিটিআই ও ইমরান খানের সমর্থকরা। সূত্র: দ্য ডন